ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন-এর নানা আয়োজন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ১১ অক্টোবর ২০২২ | আপডেট: ১৯:১৩, ১১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

১২ রবিউল আউয়াল। ৫৭০ খ্রিষ্টাব্দের এ দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) দুনিয়াতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের ঠিক এ দিনেই ৬৩ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

দিনটি উপলক্ষে গত ৯ অক্টোবর রাজধানীর সবুজবাগ, বনশ্রী, হাতিরপুল, শাহজাদপুর, সিলেটের আম্বরখানা এবং খুলনায় সেবামূলক নানা আয়োজন সম্পন্ন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

এতিমান দাতা ও সম্ভাব্য দাতাদের নিয়ে রাজধানীর সবুজবাগ শাখায় আয়োজিত হয় "এতিমান স্পেশাল ওয়ার্কশপ"। এতে এক তৃতীয়াংশেরও অধিক অ্যাসোসিয়েট এবং গ্রাজুয়েট, প্রো-মাস্টারসহ মোট উপস্থিতি ছিলেন ১৩৯ জন। ওয়ার্কশপটি পরিচালনা করেন মাসুদা আকতার আবেদীন, আলোচক সুবির কুমার চৌধুরী।

কোয়ান্টাম ফাউন্ডেশন সবুজবাগ শাখায় আয়োজিত অনুষ্ঠান

বিশেষ হাদীস শরীফ বিতরণ এবং কাউন্সেলিং-এর এই অনুষ্ঠানে মোট ২২টি হাদীস শরীফ বিতরণ করা হয় প্রো-মাস্টার, গ্রাজুয়েট ও অ্যাসোসিয়েটদের মাঝে।

একই দিনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এতিমান দাতা ও সম্ভাব্য দাতাদের নিয়ে রাজধানীর বনশ্রী সেন্টারে আয়োজিত হয় "এতিমান স্পেশাল ওয়ার্কশপ"।

বনশ্রী শাখার আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ

এসময় এক তৃতীয়াংশেরও অধিক অ্যাসোসিয়েট এবং গ্রাজুয়েট, প্রো-মাস্টারসহ মোট উপস্থিতি ছিলেন ১৪৫ জন। ওয়ার্কশপটি পরিচালনা করেন অর্গানিয়ার ডা. মনিরুজ্জামান।

কোয়ান্টাম ফাউন্ডেশন হাতিরপুল শাখা কর্তৃক আয়োজিত এতিমান দাতাদের নিয়ে বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠানে বাণীবাহক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার প্রাণজিত লাল শীল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোমেন্টিয়ার। এতে অ্যাসোসিয়েট এবং গ্রাজুয়েট, প্রো-মাস্টারসহ মোট উপস্থিত ছিলেন ৭৮ জন।

হাতিরপুল শাখা আয়োজিত এতিমান দাতাদের নিয়ে বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠানে অতিথিবৃন্দ

রাজাধানীর বনানী গুচ্ছের শাহজাদপুর শাখায় এতিমান দাতাদের বিশেষ সেমিনারে আলোচনা করেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ-র মোমেন্টিয়ার ডা. আবদুল্লাহ ইউসুফ।

আর খুলনায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় 'দৃষ্টিভঙ্গি ও সুস্বাস্থ্য' বিষয়ক বিশেষ সেশন। অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা শাখার সিনিয়র দায়িত্বশীল অধ্যাপক তানিয়া আফরোজ।

খুলনায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ

সিলেটের আম্বরখানা শাখায় এতিমান দাতাদের নিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠানে বাণীবাহক লন্ডন মেডিটেশন সোসাইটির পরিচালক নজরুল ইসলাম।

কেআই//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি